BHAROSA GOLD
ভরসা সুষম গোখাদ্য কেন শ্রেষ্ঠ?
আমাদের দেশে অধিকাংশ গবাদি পশুকে শুধুমাত্র বিচালি (খড়), সামান্য কাঁচা ঘাস ও সামান্য খইল খাওয়ানো হয়ে থাকে। ফলস্বরূপ গবাদি পশু শরীর রক্ষায় অপারক হয়ে পড়ে, কারণ প্রয়োজনীয় পুষ্টির যোগান পায় না উপরোক্ত খাদ্যসমূহ থেকে। সেজন্য আমাদের দেশের গবাদি পশুগুলি হয়ে পড়ে ভগ্ন স্বাস্থ্যের অধিকারিনী, প্রজনন ও সঠিক পরিমাণ দুগ্ধ উৎপাদনে অক্ষমতা, চাষের কাজ করতে অক্ষম। এই পরিস্থিতির সঠিক মোকাবিলা করতে গ্লোবাল এগ্রো বায়ো প্ল্যানটেশন কোং তৈরি করেছে সুনন গোখাদ্য, যার মধ্যে থাকে সঠিক মাত্রায় প্রোটিনস স্নেহজাতীয় পদার্থ, এনার্জি (শক্তি) সমৃদ্ধ সব ক’টি খনিজ পদার্থ ও ভিটামিন। এই সুষম খাদ্য গবাদি পশুর স্বাস্থ্যের দ্রুত উন্নতি ঘটায়, কর্মক্ষমতা ও দুগ্ধ বৃদ্ধি করতে সাহায্য করে এবং ব্যবহারে আপনার গৃহপালিত গরু, বলদ ও মহিষের অপুষ্টিজনিত ব্যাধিকে প্রতিহত করে।
ভরসা গোখাদ্য তৈরি হয়,
বিভিন্নজাতের উন্নতমানের শষ্যদানা, খইল, ভূষি, চুলী, খনিজপদার্থ, লবন ও ভিটামিনের সংমিশ্রণে। ভরসা গোখাদ্য অত্যন্ত সতর্কতার সহিত আধুনিক বিজ্ঞানসম্মত ভাবে ও পুষ্টিবিশেষজ্ঞের পরামর্শ মতো তৈরি হয়ে থাকে।
ভরসা গোখাদ্য প্রতিদিনের আহার্যের পরিমাণ
স্বাস্থ্যরক্ষার জন্য দুধ উৎপাদনের জন্য / প্রত্যহ
দেশী গরু ১.০ কেজি ৫০০ গ্রাম / কেজি দুধের জন্য
বিদেশী গরু ১.৫- ২.০ কেজি ৫০০ গ্রাম / কেজি দুধের জন্য
মহিষ ১.৫- ২.০ কেজি ৫০০ গ্রাম / কেজি দুধের জন্য
বলদ স্বাস্থ্য রক্ষার্থে ১.৫ ২.০ কেজি/২.০- ২.৫ কেজি
(বলদের পরিশ্রমের উপর পরিমাণের তারতম্য ঘটবে)
ভরসা গোল্ড রেশন-
যে সমস্ত গবাদি পশু ও মহিষ ১০ কিলোর বেশী দুধ দিতে সক্ষম সেই সকল গৃহপালিত পশুকে এই খাদ্য দিতে হবে। অতিরিক্ত মাত্রায় ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ গোখাদ্য। এটি ৬০, ৫০, ২৫ ও ১০ কেজির বস্তায় পাওয়া যায়।
ভরসা গো-খাদ্য খাওয়ানোর প্রণালী
ভরসা গো-খাদ্য সাধারণত গুড় যুক্ত শুকনো খাবার হয়। প্রথমে কম পরিমাণে আপনার গরুকে খাওয়ানোর অভ্যাস করাতে হবে। শুকনো খাবার, জলে ভিজিয়ে ঘাস অথবা খড়ের সাথে মিশিয়ে পরিমাণ মতো দুবেলা খাওয়াবেন। এরপর দেখবেন আপনার গরু আপনা হতেই এই খাবার খেতে অভ্যস্ত হয়ে যাবে।
ভরসা গো-খাদ্য থেকে আপনার লাভ
* গরুর সঠিক পুষ্টি, অধিক দুধ, অধিক ফ্যাট ও প্রজনন সংক্রান্ত রোগ কম।
* প্রত্যেক গরু ঠিক সময়ে গর্ভবতী হবে।
* দুধ ও ফ্যাট বেশী পাওয়াতে দুধের দাম বাজার থেকে বেশী পাবেন।
* আমাদের মার্কেটিং প্রতিনিধিরা সব সময় আপনাদের সুবিধা-অসুবিধায় ঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে যাবে।
* প্রত্যেকটি গরুর স্বাস্থের দ্রুত উন্নতি হবে।